ঢাক এর আবাজ , সূর্য অস্তমুখী
আজ মায়ের যাবার পালা...
ছোটবেলার সেই সারি পরে
পুজো তলায় যাবা
মেলা , ফুচকা ঝালমুড়ি ,
বিকেলে শিল্পীদের পরিবেশনা ,
না খেয়ে রাত জেগে
সন্ধি পুজো দেয়া ...
কত কিছু মনে পরে ....
সঙ্খবাদন প্রতিযোগিতা ,
আরতির উলুধ্বনি
কিছুই তো পাল্টায়নি
শুধু প্রতিযোগী-রা আলাদা ...
আর অন্য আরেক দেশ ....
শরত কালে এই মাটিতেও
কাশ ফুল হাসে
আরতি নাচের ধুলোভরা মাটি
আজ হলো বাস্কেটবল কোর্ট
ঢাকি আজ পাল্টে
হল কিছু বন্ধুগণ
তবে , বাদবাকি সব এক ....
আজ ও সেই পুজোর আগের
আনন্দ উদ্যোগ
ধুনুচির ধোযাঁর মাঝে
প্রতিমার মুখের দিকে তাকিয়ে
সেই এক শিহরণ ,
সিঁদুর খেলা রক্তিম কপাল
আর চোখে খুশির চমক ,
ঢাক কাঁসর-এর তালে
আজ-ও সেই আত্মহারা নাচ ....
--- সুচরিতা