আমি চিঠি
মনে পড়ে কি আমাকে?
আমি নই যে এ যুগের যোগ্য।
কত যুগ ধরে দেখেছি কত কিছু
আজ আমাকে... হয়তো সবার মনে নেই।
সময়ের সাথে এসেছে নতুন পর্ব
আজ ইলেকট্রনিক মেইল আর সোশ্যাল মিডিয়া
করে তুলেছে বিশ্বটাকে ছোট্ট।
দূরের মানুষ হয়েছে এখন নাগালে
যোগাযোগ করা অনেক সোজা।
তবে, মন গুলো হলো কেন এতো দূর ?
সময় গিয়েছে কমে, ব্যস্ততার ভ্রমে ,
ছুটছে মানুষ চারি দিকে।
করছে কত জয়।
দাঁড়ানোর সময় কি কারুর হয়?
Facebook আর whatsapp-এর
এতো status আর shares কি
মন টাকে আজও সেরকম টানে ?
দেখেছি কত খুশির খবর
পেয়ে পাড়াময় ছুটতে তাদের।
দেখেছি আমায় বুকের মাঝে
আঁকড়ে ধরে কাঁদতে মাকে।
দেখেছি কত দ্বিধা
পার করতে পরিবারে।
দেখেছি প্রেমিকের লেখা
রাখতে বালিশের তলে।
ডাকিয়ার সাইকেলের পিছু
দেখেছি কত ছুটতে ওদের।
নতুন চাকুরী,নতুন কলেজ ,
নতুন জন্মের খবর নিতে।
মন ভেঙেও নিয়ে গেছি
বিরহের কথা, দুঃখের সংবাদ।
তাও থেকেছি হাতের মুঠোয়
কিছু শুকিয়ে যাওয়া অশ্রুজলে।
বছর বছর পর ও , পড়ে
পেতে দেখেছি সেই অনুভব ।
আজ অনেকেই না চিনলেও
পাবে স্মৃতিটুকু গোছানো ভাঁজে
ভালোবেসে রেখেছে আমায় যারা
তাদের ডায়েরির পাতার মাঝে।
- সুচরিতা ভৌমিক
অপূর্ব সুন্দর লিখেছিস......দারুন।
ReplyDeleteKal Zoeyr passport er kaaj korte post office gechilam ... onek din dhore chithi likhte ichche korchilo... stamps kinbo bhabchilam ... Kal kinlam... 😊
Delete